পটুয়াখালীর বাউফলে পৌর বিএনপির সদ্য অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ও কাউন্সিলর হুমায়ুন কবির এক পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২৪ আগস্ট) বিকেল তিনটার দিকে তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হুমায়ুন কবির জানান, সম্প্রতি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তবে একটি পক্ষ তার বক্তব্য এডিট করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ করেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও উল্লেখ করেন, উপজেলা যুবদলের এক নেতা এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে এক বিএনপি নেতার বাসায় সংবাদ সম্মেলন ডেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছেন। এ ধরনের প্রচারণা তার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
হুমায়ুন কবির আরও জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফারুক আহমেদ তালুকদার ১/১১ সময়ে দলের হাল ধরেছিলেন। সেই সময়ে তারা আন্দোলন-সংগ্রামের ফলে হামলা-মামলার শিকার হয়েছিলেন। বর্তমানে কিছু নেতা, যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজু করে রাজনীতি করেছেন, তারা এখন ত্যাগী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. পলাশ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মুনজু, পৌর বিএনপির দপ্তর সম্পাদক আবুল বশার, এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. সাদিকুজ্জামান রাকিব প্রমুখ।
এই পাল্টা সংবাদ সম্মেলনের মাধ্যমে হুমায়ুন কবির তার বিরুদ্ধে সকল অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news