দেশের পূর্বাঞ্চলে বন্যাদুর্গত মানুষের সহায়তায় একটি বিশেষ ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনকে আহ্বায়ক করে আট সদস্যের এই কমিটি গঠিত হয়েছে। শনিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ত্রাণ সংগ্রহ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী এবং ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রবিবার (২৫ আগস্ট) বিকাল ৩টায় দলের নয়াপল্টন কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কমিটির এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত থাকবেন এবং ত্রাণ সংগ্রহ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখবেন।
ত্রাণ সংগ্রহ কমিটি দেশের পূর্বাঞ্চলের বন্যা উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার, শিশুদের কাপড়, মোমবাতি, দিয়াশালাই, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করবে। এই ত্রাণসামগ্রী দলের নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয়েছে।
এই উদ্যোগে বন্যাকবলিত মানুষের সহায়তায় দলটির প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেশের বিভিন্ন স্তরের জনগণের সহযোগিতার আহ্বান করা হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news