বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান আজ আরও একবার চ্যালেঞ্জের মুখোমুখি। লম্বা ক্রিকেট ক্যারিয়ারে বহুবার বিভিন্ন সমস্যায় জড়ালেও, এবারের পরিস্থিতি যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। ছাত্রদের আন্দোলনে তার নীরবতা এবং সাম্প্রতিককালে রুবেল হত্যা মামলায় তার নাম জড়ানো নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছেন সাকিব। তবে সংকটময় এই সময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ দলের বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটাররা।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার সময়েই সাকিবের বিরুদ্ধে আদাবর থানায় পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলার অভিযোগ আনা হয়। অথচ ঘটনার দিন, ৭ আগস্ট, সাকিব দেশের বাইরে ছিলেন।
এক সময়ের জাতীয় দলের সতীর্থ পেসার রুবেল হোসেন ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাসের রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই তিনি দেশের বাইরে ছিলেন। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়।’
সাকিবের প্রতি সহানুভূতি প্রকাশ করে জাতীয় দলের আরেক সদস্য শরিফুল ইসলাম বলেন, ‘সব সময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান। আছে, থাকবে।’ সাব্বির রহমানও সামাজিক মাধ্যমে লেখেন, ‘সাকিব আল হাসান। যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা, ভালোবাসা থাকবে সব সময়।’
এদিকে, সাকিবকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এই অবস্থায় (তার) খেলতে বাধা নেই। প্রথম টেস্ট ম্যাচ চার দিন শেষ হয়েছে। দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। তার আগে আমরা চিন্তা করব। বোর্ড সদস্যদের সঙ্গে আলাপ করব।’
সাকিবের এই কঠিন সময়ে, দেশের ক্রিকেটাররা তার পাশে দাঁড়িয়েছে এবং তাদের মধ্যে একটি সাধারণ বার্তা প্রতিধ্বনিত হচ্ছে—"সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়।"
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news