আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদ উল্লাহর দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর উপর ভরসা রাখার ফলস্বরূপ, ফাউন্ডেশনটি ৭০০ মেট্রিক টন খাদ্যের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। তিনি জানান, বন্যার খবর পাওয়ার সাথে সাথেই ৩৫০ মেট্রিক টন খাবারের অর্ডার দেন, যদিও তখন তাদের ফান্ডে কোনো টাকা ছিল না।
শায়খ আহমদ উল্লাহ বলেন, “শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে ৩৫০ মেট্রিক টন খাবারের অর্ডার দিয়েছিলাম। আমাদের ফান্ডে তখন এক টাকাও ছিল না। তবে এইটুকু বিশ্বাস ছিল আল্লাহ আমাদের ফিরাবেন না। আলহামদুলিল্লাহ, ৩৫০ মেট্রিক টনের জায়গায় এখন ৭০০ মেট্রিক টনের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন।”
আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ বন্যাকবলিত মানুষদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন সংকটময় মুহূর্তে শায়খ আহমদ উল্লাহর এই দৃঢ় মনোবল এবং আল্লাহর প্রতি গভীর আস্থার জন্য ফাউন্ডেশনটি সফলভাবে খাদ্যের যোগান দিতে পারছে, যা লাখো মানুষকে দুর্যোগ থেকে রক্ষা করতে সহায়তা করছে।
বন্যাকবলিত অঞ্চলে এই খাদ্য বিতরণ কার্যক্রম শীঘ্রই শুরু হবে এবং ফাউন্ডেশনটি জানিয়েছে, তারা অবিরামভাবে এই মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে।