বন্যার্তদের সহায়তায় শুকনো খাদ্য ও জরুরি পণ্যসামগ্রীতে সীমিত মুনাফা করার আহ্বান জানিয়েছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম এই আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ বেশকিছু জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় দেশের সর্বস্তরের মানুষ, ছাত্রসমাজ, ব্যবসায়ী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সক্রিয় হয়ে উঠেছে।
এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বন্যাদুর্গত এলাকায় চিড়া, মুড়ি, গুড়, চিনিসহ শুকনো খাদ্যসামগ্রী, ঔষধ, স্যালাইন, শিশুখাদ্য, বিশুদ্ধ পানি এবং অন্যান্য জরুরি পণ্যসামগ্রী বিতরণে সর্বস্তরের মানুষ উদারভাবে অংশগ্রহণ করছেন। তবে এই সংকটময় পরিস্থিতিতে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা এসব পণ্যসামগ্রী বিক্রয়ে অতিসীমিত মুনাফা গ্রহণ করে।
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম আরও বলেন, দেশের ব্যবসায়ী সম্প্রদায় ও শিল্পগোষ্ঠীগুলোকে আরও উদার হতে হবে এবং তাদের সহায়তায় আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন, বন্যার্তদের সহায়তায় তারা যেন তাদের মুনাফার হার যথাসম্ভব কম রাখেন, যাতে বেশি সংখ্যক মানুষ এই সহায়তা পেতে পারে।
এফবিসিসিআইয়ের এই আহ্বানকে ইতিবাচকভাবে গ্রহণ করে দেশের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা, যারা ইতোমধ্যে বন্যার্তদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের এই উদ্যোগ দেশের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।