বিপ্লব ইসলাম, লংগদু, রাঙ্গামাটি
কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে পাহাড়ী ঢলে প্লাবিত হয়েছে রাঙ্গামাটির লংগদু উপজেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বিপাকে পড়েছে কৃষক,শ্রমজীবী ও পশু পালনকারী খামারিরা।
এসব অঞ্চলের মানুষের জনজীবন বিপাকে পড়ায় বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া, প্লাবিত অঞ্চল পরিদর্শন করে খোজ খবর নেন। এসসয় পাহাড়ী বাঙ্গালী দেড়তাধিক সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা, নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় সেনাবাহিনীর পক্ষ হতে বন্যায় প্লাবিত হওয়া অঞ্চলের জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয় এবং জনগনের জান মাল নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী পাশে থাকার আশ্বাস দেন।
যথা সময়ে সেনাবাহিনীর এমন মহৎ সহযোগিতা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news