মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে আনসার সদস্যরা মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় শহীদ মিনার প্রাঙ্গণে জেলায় কর্মরত আনসার সদস্যরা সমাবেশে মিলিত হয় এবং সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়, যেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আনসার সদস্যরা জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলে। শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে জেলা আনসার বাহিনীর পিসি মো. রফিক, পিসি মো. নাসির উদ্দিন, এপিসি প্রনয় মন্ডল, এপিসি মো. মশিউর, এবং এপিসি আঃ সোবাহান বক্তব্য রাখেন। তারা তাদের চাকরী জাতীয়করণের দাবী তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
আন্দোলনের অংশ হিসেবে, আনসার সদস্যরা তাদের দীর্ঘদিনের বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করেন। তারা জানান, বিভিন্ন সময়ে তাদেরকে জাতীয়করণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এক আনসার সদস্য মো. রাসেল বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। আমাদের একটাই দাবি, আনসারকে জাতীয়করণ করতে হবে। পাশাপাশি দুর্নীতিগ্রস্ত অফিসারদের অপসারণ করতে হবে।”
আনসার বাহিনীর সদস্যরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা বলেন, তাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।