মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
পটুয়াখালী মেডিকেল কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং হয়রানির প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শনিবার দুপুরে কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক রেজোওয়ানুল করিম শামীমের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষের অফিসের সামনে আয়োজিত এই বিক্ষোভে শিক্ষার্থীরা নানান স্লোগান দেন এবং তাদের ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, রেজোওয়ানুল করিম শামীম দীর্ঘদিন ধরে ইসলাম বিদ্বেষী মনোভাব প্রদর্শন করে আসছেন এবং নারী শিক্ষার্থীদের হয়রানি করেছেন। এছাড়াও, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালান বলে অভিযোগ রয়েছে।
শিক্ষার্থীরা আরও দাবি করেন, গত ১৬ আগস্ট ছাত্রলীগের হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। এ বিষয়ে পটুয়াখালী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীদের দাবির ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ অবগত রয়েছে। অভিযুক্ত শিক্ষক রেজোওয়ানুল করিম শামীম বদলির জন্য আবেদন করেছেন এবং তাকে বদলি করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, এ বিষয়ে একটি সুষ্ঠু তদন্তও পরিচালিত হচ্ছে।
এই বিক্ষোভে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং তাদের দাবির পেছনে থাকা মূল কারণগুলো নিয়ে কলেজ কর্তৃপক্ষের ভূমিকা এবং তদন্ত কার্যক্রমের ফলাফল অপেক্ষায় রয়েছে।