বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ সম্পর্কে বিএনপি কোনোভাবেই সম্পৃক্ত নয় বলে জানিয়েছে দলটি। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি জিয়া পরিবারের দৃষ্টি আকর্ষিত হয়েছে।
বুধবার (২১ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলচ্চিত্র নির্মাণের এইসব উদ্যোগের সঙ্গে জিয়া পরিবারের কোনো ধরণের সম্মতি নেই।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এমন বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া এই ধরণের সংবাদের বিষয়ে সতর্কতা অবলম্বন না করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও জানানো হয়েছে।
বিএনপি এই সময়টাতে দেশের ক্রান্তিকাল বিবেচনা করে সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। তারা ভবিষ্যতে এ ধরনের যে কোনো উদ্যোগ গ্রহণ বা সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।