গোপাল হালদার, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে দুই বিকাশ কর্মীকে কুপিয়ে ১৬ লাখ ৫০ হাজার টাকার ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার নওমালা ও দাশপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত দুই ব্যক্তির নাম মো. মামুন(৩২) ও মো.হিরন(৩০) এরা পটুয়াখালীতে বিকাশ কর্মী হিসেবে চাকরি করছেন। আহতদের মধ্যে মো. হিরনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে ছিনতাইকারীদের মধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন, প্রিন্স (২৩) ও সোহাগ (১৮) । তাদের বাড়ি বাউফল সদর ইউনিয়নের সোমবাড়িরা বাজার এলাকায়। তবে এখন পর্যন্ত ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন।
জানা গেছে, বিকাশ কর্মী মামুন ও হিরন মঙ্গলবার দুপুরে পটুয়াখালী থেকে মটর সাইকেলযোগে বাউফল আসার পথে নওমালা ও দাশপাড়া সীমান্ত এলাকায় পৌঁছালে ৫ অস্ত্রধারী দুর্বৃত্ত মটরসাইকেলে গতিরোধ করে ১৬ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে নেয়। পরে খবর পেয়ে বাউফল, দশমিান থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় দশমিনা উপজেলার ঠাকুরের হাট এলাকা থেকে ছিনতাইকারী দুইজনকে আটক করে।
এ বিষয়ে পটুয়াখালী বিকাশের ম্যানেজার গোবিন্দ চন্দ্রপাল জানায়,‘দুপুরে পটুয়াখালীর একটি ব্যাংক থেকে সাড়ে ১৬ লাখ টাকা নিয়ে মটরসাইকেল যোগে হিরন ও মামুন দুই বিকাশ কর্মী বিকাশ এজেন্টদের মধ্যে টাকা বিতারণের জন্য যাওয়ার পথে দুর্বৃত্তরা হামলা করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে বিকাশ কর্মী হিরনকে কুপিয়ে মাথা ফাটিয়ে দেয় তারা’
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,’আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news