জাবেদ হোসাইন, হাটহাজারী
অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, ‘প্রশাসন ও পুলিশের ভীতি দূর করতে উপদেষ্টারা কাজ করছেন। দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নে অন্তবর্তীকালীন সরকার আন্তরিকভাবে কাজ করছে।
আজ সোমবার তিনি চট্টগ্রামের হাটহাজারী গোল মোহাম্মদ চৌধুরী বাড়িতে মা–বাবার কবর জিয়ারতের পর প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
উপস্থিত সাংবাদিকেরা ২০০৮ সালে হাটহাজারী প্রেসক্লাবে এক বৈঠকে তাঁর বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, ‘সেই সময় উন্নয়নবিষয়ক গোলটেবিল বৈঠক হয়েছে। তবে কাঙ্ক্ষিত উন্নয়ন কতটুকু হয়েছে, সেইটাই চিন্তার বিষয়।’ তিনি সবাইকে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করার আহ্বান জানান।
এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) শোয়েব আহমদ খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেজামিন শারবীন, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিয়াজ মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news