ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
সরকার পতনের পর দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক পরিবর্তনের সূচনা হয়েছে। এরই অংশ হিসেবে ৬১টি জেলা পরিষদ ও ৪৯৩টি উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এই নিয়োগ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
জেলা ও উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ:
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের ৬১টি জেলা পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা। এছাড়া ৪৯৩টি উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন নেতৃত্বের সূচনা হলো।
৮৭৬ জনপ্রতিনিধির অপসারণ:
সরকার পতনের পর থেকেই দেশজুড়ে পরিবর্তনের হাওয়া বইছে। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত ৮৭৬ জন জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়েছে। তাদের মধ্যে ৬০ জন জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ জন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩২৩ জন পৌরসভার মেয়র রয়েছেন। নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান মৃত্যুর কারণে পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
প্রশাসক নিয়োগের প্রক্রিয়া:
সরকারি তথ্য বিবরণী অনুযায়ী, বিশেষ পরিস্থিতিতে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করার ক্ষমতা রাখে। একইভাবে, জেলা পরিষদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদেরও অপসারণ করা সম্ভব। এই ক্ষমতার আওতায় দেশের বিভিন্ন স্থানে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আইনি ভিত্তি:
নতুন এই পরিবর্তনের পেছনে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া অনুমোদন ভূমিকা রেখেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই খসড়াগুলো অনুমোদন করেছে।