গোপাল হালদার, পটুয়াখালী
পটুয়াখালীতে ভুয়া নার্স নির্মূলসহ এক দফা দাবিতে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছেন নার্সরা।
আজ সোমবার (১৯ আগস্ট) প্রায় সহশ্রাধিক নার্স-মিডওয়াইফ জেলা সিভিল সার্জন কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করার পর স্মারক লিপি প্রদান করেন।
এসময় নার্সরা বলেন, ‘জেলা, উপজেলা ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান হাসপাতাল, ক্লিনিক, ল্যাব, কনসালটেশন সেন্টার, নার্সিং হোমসহ যেকোনো স্বাস্থ্য সেবা প্রদানকরী কেন্দ্র সমূহে ভুয়া নার্স -মিডওয়াইফ দিয়ে সেবা প্রদান করা হচ্ছে। যেটা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি এবং জনগনের সাথে প্রতারণার শামিল। এতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে এবং স্বাস্থ্য খাতের এত অর্জন ম্লান হয়ে যাচ্ছে। তাই অনতিবিলম্বে আমাদের এক দফা দাবি মেনে নিয়ে জনগণের মৌলিক অধিকার যে স্বাস্থ্য সেবা সেটা নিশ্চিত করতে হবে।"
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news