জাবেদ হোসাইন, হাটহাজারী
১৮আগস্ট রবিবার, দুপুর ১২ টায় হাটহাজারী উপজেলা সংলগ্ন কলেজ গেট এলাকায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ইউনুস গণি চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী পৌর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকের। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত, ছিলেন, হাটহাজারী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস শুকুর।
আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা সদস্য সচিব মো. অহিদুল আলম ও অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জনাব আলহাজ্ব জাকের বলেন, এই শেখ হাসিনার আমলে উপজেলা পরিষদের যে নির্বাচনটি হয়েছে তা সঠিকভাবে হয়নি। রাতের অন্ধকারে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নির্বাচিত করা হয়েছে। তাই আমরা এই উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করছি।
সেই সঙ্গে তার পদত্যাগ দাবি করছি। তিনি হাটহাজারীর ইউএনও মহোদয়কে জনাব মশিউজ্জামানকে উদ্দেশ্য করে বলেন, আপনার কাছে হাটহাজারী বাসির একটি দাবি, যেন এই রাতের অন্ধকারে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে উপজেলা পরিষদে ঢুকতে দেওয়া না হয়। যদি এই রাতের অন্ধকারে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে উপজেলা পরিষদে ঢুকতে দেয়া হয়, তাহলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে প্রতিহত করব।