মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
পটুয়াখালী, ঝাউতলা এলাকায় একতার বাংলাদেশের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইদুর রহমান খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর ইসলামি ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আন নাহিয়ান। তিনি তার বক্তব্যে শহীদদের অবদান ও বর্তমান প্রজন্মের দায়িত্ব নিয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ ফাহাদ, জিনাত জাহান; জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মেহেদি হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব মোঃ জাকারিয়া আহমেদ; জেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি তাইমিয়া বিন হারুন, সাধারণ সম্পাদক মাহাদী হাসান নাহীদ; জেলা ছাত্র আন্দোলনের রফিকুল ইসলাম রশিদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সজিবুল ইসলাম সালমান ও জেলা ছাত্র মজলিসের সভাপতি সজিবুল ইসলাম সালমান।
আলোচনা সভার শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত বক্তারা বৈষম্য ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।