রোকন মিয়া, কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ)’র টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।এর মাধ্যমে বিপিডিএ মোঃ আতাউর রহমানের পরিচালনায় উলিপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত মা ডেন্টাল কেয়ারে ‘বিপিডিএ’র টেলিমেডিসিন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার ১৪ জুলাই ২০২৪ সকাল ১০ টায় টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন করেন মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাঃ মুরাদুন্নবী মুবিন আহমেদ।
বিপিডিএ মোঃ মিজানুল হাসান সামু এর সভাপতিত্বে ও বিপিডিএ মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন এর নির্বাহী পরিষদ (বিপিডিএ)’র চেয়ারম্যান ও মহাসচিব মো. রাকিবুল ইসলাম তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিডিএ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিপিডিএ এম এ রহিম মিয়া, ডেন্টাল সার্জন ডাঃ জিনাতুল কাওয়াকীব, বিপিডিএ মোঃ আবু নাছির আহমেদ, বিপিডিএ মোঃ আতিকুর রহমান, বিপিডিএ মোঃ রোকনুজ্জামান রোকন, বিপিডিএ মোঃ সোহেল রানা, বিপিডিএ মাওঃ রেজাউল করিম সাইফী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন বিপিডিএ ১ অক্টোবর ২০০৬ইং সনে পল্লী, প্রাথমিক, প্যারামেডিক্স, ডিপ্লোমা প্রশিক্ষণপ্রাপ্ত (যারা বিএমডিসি’র নিবন্ধিত নয়) দের নিয়ে কাজ করছে। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এমওইউ করে প্রত্যন্ত অঞ্চলে প্রাক্টিসরত বিপিডিএ’র সদস্যদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, সামাজিক মর্যাদা বৃদ্ধি, জীবন জীবিকার মান উন্নয়নে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
বিপিডিএ একটি পেশাজীবি সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করা হয়। যেমন: সদস্যদের আপদকালীন আর্থিক সহযোগিতা, বৃক্ষরোপন কর্মসূচী, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে গরীব-অসহায়দেরকে আর্থিক ও স্বাস্থ্য সেবা দিয়ে সহযোগিতা করা এবং সরকারি যে কোন স্বেচ্ছাসেবী কর্মকান্ডে সহযোগিতা ও অংশগ্রহণ করা। এছাড়াও বিপিডিএ হেল্থ এডুকেশন ট্রেনিং এন্ড টেকনোলজি লিমিটেড ও ডিজএ্যাবিলিটি হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর মাধ্যমে নারীদের প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা, নারীদের কর্মসংস্থান সৃষ্টি, ফাইলেরিয়া ও প্রতিবন্ধীসহ অঙ্গ হারানো লোকদের মানসিক বিকাশ ও পুনর্বাসনের লক্ষে হস্ত ও কুটিরশিল্প এবং সেলাই প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করছে। তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণেও কাজ করছে বিপিডিএ ও সৈয়দপুর ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল এন্ড ল্যাব। এছাড়াও প্রত্যন্ত এলাকায় চিকিৎসা সেবা সুফল পৌঁছে দিতে নিয়মিত কাজ করছে ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল এন্ড ল্যাব’র বিশেষজ্ঞ চিকিৎসকগণসহ বিপিডিএ’র প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ টিম অতিদরিদ্র পরিবারকে ফাইলেরিয়াসিস সহ অন্যান্য রোগের ঔষধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।