ভোলা প্রতিনিধি
ভোলায় ২০২৩-২৪ অর্থবছের,খরিপ-২/ ২০২৪ -২৫ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও সাম্প্রতিক প্রাকৃতিক দূর্যোগ রেমালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পনর্বাসন কর্মসূচির আওতায় ৪ হাজার ৫শ ৫০ জন অসহায় কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন করা হয়েছে।
মঙ্গল বার সকালে ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃষি উপকরন বিতরন করেন ভোলা সদর উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস।
এসময় সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা আক্তার চৌধুরী সহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তারা।