মিঠুন সাহা, খাগড়াছড়ি
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউপিতে জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় ৩ বিজিবি লোগাং জোন এর পক্ষ থেকে ডেকোরেশন সামগ্রী এবং মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ বিতরণ করেন লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি।
রবিবার (৩০ জুন) বিকাল ৪টার সময় লোগাং জোন এর দায়িত্বপূর্ণ এলাকার অধীনস্থ শনখোলা পাড়ার সংলগ্ন হেলিপ্যাড নামক স্থানে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
আয়োজিত মেডিক্যাল ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ী নারী ও শিশুসহ জনসাধারণের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি।
শনখোলা পাড়ার স্থানীয় জনসাধারণের চাহিদার প্রেক্ষিতে বসবাসকারী জনসাধারণ কর্তৃক বিবাহ ও অন্যান্য অনুষ্ঠানে ব্যবহার করার জন্য ১০০টি চেয়ার , ১০টি টেবিল এবং ৯৩টি প্লেটসহ বিভিন্ন ডেকোরেশন সামগ্রী বিতরণ করা হয়।
এতে এলাকার জনসাধারনের পক্ষ থেকে ডেকোরেশন সামগ্রী গ্রহণ করেন এলাকার মেম্বার সতীশ চাকমা এবং কারবারী কুকুমনি চাকমা।
এই সময় জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সদর দপ্তর লোগাং জোনের পক্ষ হতে একটি জনকল্যাণমূলক কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়। এবং এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।
এই সব সহযোগিতা পেয়ে বিজিবির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী, মেম্বার ও কার্বারী।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news