মিঠুন সাহা, খাগড়াছড়ি
সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ শিল্পীগোষ্ঠীর আয়োজনে খাগড়াছড়ির পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় প্রতিভার খোঁজে অনির্বাণ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার বিষয় ছিলো - নৃত্য, গান,আবৃত্তি, চিত্রাঙ্কন ও তবলা প্রতিযোগিতা।
শনিবার (২৯ জুন) ২০২৪ খ্রী. সকাল সাড়ে ১০টার সময় পানছড়ি উপজেলা পরিষদের নতুন অডিটরিয়ামে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার মৌমিতা দাশ।
এতে সংগঠন এর কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ইয়াকুব এর সঞ্চালনায় ও সভাপতি জয়নাথ দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহা।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সবিতা চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সঙ্গীত শিল্পী আবুল কাশেম, অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি এবং কবি ও সাহিত্যিক ইউসুফ আদনানসহ বিভিন্ন প্রতিযোগিতার প্রশিক্ষকবৃন্দ,অভিভাবকবৃন্দ,সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে।
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই ধরনের সুন্দর উদ্যোগ এর জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
জানা যায় , ১৯৯৬ সালের দিকে পানছড়িতে একটা অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে অনির্বাণ শিল্পীগোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটে। এর পরবর্তী সময় থেকে এই সংগঠন দেশের সাংস্কৃতিক কর্মকান্ডকে নানা ভাবে নানা পরিবেশনার মাধ্যমে তুলে ধরে এসেছে ।
করোনা ক্রান্তিকালে ফেইসবুক লাইভ এর মাধ্যমে অনির্বাণ শিল্পীগোষ্ঠীর নানা অনুষ্ঠান দেশে বিদেশে ব্যপক সাড়া ফেলেছিল।এবং দর্শক নন্দিত ছিলো প্রতিটি অনুষ্ঠান।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news