মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী
লালমনিরহাট কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৩থেকে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার বার সকাল ৬টার দিকে কালীগঞ্জ উপজেলার দহগ্রাম ইউনিয়নে পাদুর বাজার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় মানুষজন সহ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
দলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, সকালে দলগ্রামের পাদুর বাজারে একটি দোকান থেকে সর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ০২টি দোকান-ঘর পুড়ে গেছে।
কালীগঞ্জের ইউএনও জহির ইমাম বলেন, স্থানীয় লোকজন ও ফায়ার সাভির্সের সহযোগিতায় ১টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
একের পর এক গজবে অতিষ্ঠ লালমনিরহাট জেলা বাসী। সঠিক নেতৃত্বের অভাবে লালমনিরহাট জেলার সাধারণ জনগণ ও সুশীল সমাজের মানুষ হতাশায় নিমজ্জিত হচ্ছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news