রোকন মিয়া, কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের তিনদিন পর কুলসুম খাতুন নামে আড়াই বছরের আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে পাওয়া গেলো দুই শিশুর মরদেহ। এখনও নিখোঁজ ৫ জন।
শনিবার (২২ জুন) সকালে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের জিগাবাড়ির চর এলাকায় তিস্তা নদীর তীরে শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। শিশু কুলসুম সাতালস্কর গ্রামের কয়জার আলীর মেয়ে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে তিস্তা নদীর কোলায় বালুতে আটকে ছিল শিশুটি। দুই হাত পানির ওপরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে।
তিনি আরও জানান, নৌকাডুবির ঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ রয়েছে। তারা হলেন, পশ্চিম বজরার আনিছুর রহমান (৩০), তার স্ত্রী রুপালি বেগম (২৫), তাদের কন্যা সন্তান আইরিন (৯), ভাগ্নি হিরা মনি (৯) শামিম হোসেন (৫)।
উল্লেখ্য, বুধবার ১৯/০৬/২০২৪ সন্ধ্যা ৭ টার দিকে আত্মীয়ের বাসায় বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ২৬ জন যাত্রী নিয়ে তিস্তা নদীতে ডুবে যায় নৌকাটি। স্থানীয়দের সহায়তায় রাতেই ফায়ার সার্ভিস ও পুলিশ ২০ জনকে উদ্ধার করে। আয়শা খাতুন নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news