ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বৃহস্পতিবার (২০ জুন) তীব্র বিষধর ‘ইয়েলো-বেলাইড সি স্নেক’ নামের সাপের দেখা মিলেছে। সৈকতের পূর্ব পাশে ঝাউবন এলাকায় সাপটিকে দেখতে পান মাসুম বিল্লাহ নামের একজন ট্যুর গাইড।
এই ঘটনার খবর পেয়ে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা সাপটিকে দ্রুত উদ্ধার করেন। টিমের সদস্য কে এম বাচ্চু জানান, পর্যটকদের নিরাপত্তার জন্য সাপটি সরিয়ে ফেলা হয়। এই ধরনের সাপ খুবই বিষধর এবং মানুষের জন্য মারাত্মক হতে পারে।
তিনি আরও জানান, কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে তারা সবসময় সতর্ক থাকেন এবং কোনও বিপদজনক প্রাণী দেখতে পেলে দ্রুত ব্যবস্থা নেন।
কুয়াকাটা সৈকত বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র, যেখানে দেশ-বিদেশের বহু পর্যটক সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে আসেন। সাপটি উদ্ধারের ফলে পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং তারা নিরাপদে সমুদ্রস্নান করতে পারেন।
এই ঘটনা কুয়াকাটা সৈকতের নিরাপত্তা ব্যবস্থার প্রতি অ্যানিমেল লাভার্সের গুরুত্বের প্রমাণ করে। পর্যটকদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে তারা সবসময় সক্রিয় ভূমিকা পালন করে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news