সোলায়মান, নাগরপুর, টাঙ্গাইল
গ্রাম বাংলার জনপ্রিয় ফুটবল খেলায় মেতেছিলো নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামবাসী গ্রামের চাকুরিজীবী একাদশ বনাম ব্যাবসায়ী একাদশের খেলোয়াড়েরা।
দ্বিতীয়ার্ধের বহুবার দু দলের সুযোগ তৈরী হলেও ১ গোল চাকুরিজীবী ও ১ গোল ব্যাবসায়ীরা করে খেলাটি ট্রাইবেকারে চলে যায়।
ট্রাইবেকারে ব্যাবসায়ী ৫ গোল এবং চাকুরীজীবি ২ করে ৩ গোলে এগিয়ে ব্যাবসায়ীরা বিজয়ই হয়।
পুরষ্কার হিসেবে থাকে উভয় দলের জন্য ফুটবল ট্রফি। আর প্রতিজন খেলোয়াড়দের জন্য বিশেষ মেডেলের পাশাপাশি থাকে উভয় দলের অধিনায়কের এবং ম্যান অব দ্যা ম্যাচ খেলোয়ারের জন্য পুরস্কার।
খেলাটি (২০ জুন) বৃহস্পতিবার পবিত্র ঈদ-উল-আযাহার চতুর্থ দিন বিকালে কলমাইদ খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতেই মাঠে জড়ো হতে থাকে আশপাশের গ্রামের দর্শনার্থীরা। শিশু,নারী,পুরুষ সব মিলিয়ে গ্রামের খেলার মাঠে তৈরি হয় উৎসব মূখর পরিবেশ।
এ সময় খেলাটি উদ্বোধন করেন করেন ৯নং মামুদনগর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃবছির উদ্দীন,সমাজ সেবক,মোঃনেপাল মিয়া, সমাজ সেবক,মোঃউজ্জল মিয়া, সহ-সভাপতি, কলমাইদ সহযোগিতা ফাউন্ডেশন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন,মোঃনজরুল ইসলাম,সহকারী শিক্ষক, গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিয়ে সহযোগিতা ফাউন্ডেশন এর সহ-সভাপতি তার বক্তব্যে বলেন,যুব সমাজকে
মাদক থেকে নিরুৎসাহিত করতে খেলাধুলার আয়োজন একটা মহতী উদ্যোগ।এছাড়াও খেলাধুলা বাঙলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news