চাঁদপুরে মেঘনা নদীতে গোসল করতে নেমেছিলেন এক দম্পতি। তীব্র স্রোতে স্ত্রীর চোখের সামনে পানিতে তলিয়ে গেলেন স্বামী। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় শহরের বড় স্টেশন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সকাল ১০টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ জহিরুল ইসলামের (৩০) বাড়ি বরিশাল জেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে চাঁদপুর শহরের বড় স্টেশন মেঘনার তীরে ভাড়াবাসায় থাকতেন। জহির কখনো অটোরিকশা চালাতেন আবার কখনো লঞ্চঘাটে বাদাম বিক্রি করতেন।
নিখোঁজ জহিরুলের ভাই নজরুল ইসলাম বলেন, ‘আমার ভাই সাঁতার জানতেন। প্রতিদিন এখানে মেঘনা নদীতে গোসল করেন। আজ তাঁর স্ত্রী মনিরা বেগমসহ গোসল করতে এসেছিলেন। নদীর তীব্র স্রোতে তিনি ডুবে গেছেন।’
চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মোসলেম মিয়াজী বলেন, ‘সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। সকাল ১০টা পর্যন্ত জহিরুলের সন্ধান পাওয়া যায়নি।’
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news