রোকন মিয়া, কুড়িগ্রাম
আত্মীয়ের বাসায় বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে তিস্তা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় একজন শিশু (আড়াই বছর) নিহত হয়েছে । ২৬ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে গেলে স্থানীয়রা ২১ জনকে উদ্ধার করে। এর মধ্যে অসুস্থ ৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উলিপুরে চিকিৎসাধীন রয়েছে। নিখোঁজ রয়েছে ৬ জন।
উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায় বুধবার ১৯/০৬/২০২৪ সন্ধ্যা সাড়ে ৭ টায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা জানিয়েছে, আত্মীয়ের বাসায় বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা। নৌকার মাঝি চর বজরার মৃত শুমার আলীর পুত্র মোফাজ্জল হোসেন বলে জানা গেছে। নৌকার মাঝি ও সংগীরা সবাই আত্মীয় স্বজন ছিলো। নয়শ একর এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। অনেকেই সাঁতরে নদীর তীরে উঠে আসেন। পরে স্থানীয়রা গিয়ে বাকিদের উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়।
বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার বলেন, নৌকা ডুবেছে। সবাই উদ্ধারে গিয়েছি। অনেকেই হাসপাতালে গেছেন।