মোঃআল আমিন,মাধবপুর,হবিগঞ্জ
মাধবপুরে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে এক ইউ পি সদস্যের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুলতানপুর বাজারে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়।পরে বিক্ষোভ করেন মানববন্ধনে অংশ গ্রহণকারী এলাকাবাসী।
ঘন্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগী ইউপি সদস্য আবু মিয়ার পক্ষে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ফয়সাল,নাজাত মডেল স্কুলের প্রধান শিক্ষক শেখ ওয়াসিম,প্রীতুষ দে,মোহন শীল,আক্কাস মিয়া,আনোয়ারা খাতুন,আবুল হোসেন,যুবলীগ নেতা ফখরুল সহ আরো অনেকেই।
জানা যায় বেশকিছু দিন যাবত শ্রীবাস ইউপি সদস্য আবু মিয়ার নামে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে,বিভিন্ন অনলাইন পোর্টাল ও পত্রিকায় সংবাদ প্রকাশ করে আসছে।যা সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবী করেন আবু মিয়া সহ স্থানীয়রা।
ইউপি সদস্য আবু মিয়া বলেন,শ্রীবাস আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করে আসছে যার জন্য আমার মানহানি হচ্ছে। আমার কাছে বিভিন্ন সময় সে মোটা অংকের টাকা চাইত,আমি কোন রকম টাকা না দেওয়াতে সে আমার পিছনে এই ভাবে লাগার মূলকারণ। আমি শ্রীবাসের সমস্ত কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সংবাদের সুষ্ঠু তদন্তসহ তার শাস্তি কামনা করছি।সে লোক হিসেবে কেমন এলাকার মানুষ খুব ভালো করেই জানে,আমি চাই সুষ্ঠু তদন্ত করে তাকে বিচারের আওতায় আনা হোক।
মানববন্ধনে আসা স্থানীয়রা বলেন,আবু মিয়া মেম্বার আমাদের সুখে দুঃখে সব সময় পাশে আছে এবং তাকে পাশে পাই।তার নামে মিথ্যা সংবাদ প্রচার করে আসছে শ্রীবাস।আমরা আবু মিয়া মেম্বারের নামে প্রচারিত এসব মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।