পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়ায় অবস্থিত মরিয়ম আবদুল আউয়াল কমিউনিটি ক্লিনিক গতকাল (১৮ জুন, মঙ্গলবার) এক বিশেষ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন করে। এই অভিনব উদ্যোগের মাধ্যমে স্থানীয় সুবিধাবঞ্চিত জনসাধারণকে গুণগত মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এই ক্যাম্পে মোট ২৩৩ জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা, পরামর্শ এবং স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার সুযোগ প্রদান করা হয়। স্থানীয় বাসিন্দারা এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পত্র গ্রহণ করেছেন।
চিকিৎসা ক্যাম্পটিতে রোগীদের চিকিৎসা প্রদান করেন ডাঃ ফাতিমা সুলতানা, রেজিস্ট্রার, অর্থোপেডিকস, স্পাইন এবং ট্রমাটোলজি বিভাগ; ডাঃ মোঃ শাহ্ আলম, কনসালটেন্ট; ডাঃ আরাফাত হোসাইন এবং ডাঃ জাকিয়া সুলতানা তামান্না।
এই চিকিৎসা ক্যাম্প স্থানীয় নাগরিকদের মধ্যে সাড়া জাগিয়েছে এবং সবাই এরকম আরও ক্যাম্প আয়োজনের আশা প্রকাশ করেছেন। স্বাস্থ্য সেবার নতুন দিগন্ত রচনায় মরিয়ম আবদুল আউয়াল কমিউনিটি ক্লিনিক এই পথিকৃৎ উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় জনসাধারণ প্রশংসাবাণী বর্ষণ করেছেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news