মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী
বাংলা ভাষা সহ এবারই প্রথম বিশ্বের ৫০টি ভাষায় অনুবাদ করা হবে পবিত্র হজ্জের খুতবা। বিশ্বের প্রায় সব প্রান্তের মানুষের কাছে হজ্জ ও ইসলামের শান্তির বার্তা পৌঁছানোর লক্ষে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
বলে জানা যায়,
সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি বিভাগ জানিয়েছে, এ বছর ঐতিহাসিক আরাফাতের ময়দান থেকে প্রচারিত হজ্জের খুতবার অনুবাদ প্রচারিত হবে বিশ্বের ৫০টি ভাষায়। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের তত্ত্বাবধায়নে এটিই এখন পর্যন্ত হজ্জের খুতবা অনুবাদের সবচেয়ে বড় প্রকল্প।
গুরুত্বপূর্ণ এ প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রীয় ও ধর্মীয় সহনশীলতা, সংযম ও শান্তির বার্তা তুলে ধরতে চায় সৌদি আরব। যাতে ইসলামের প্রকৃত চিত্র এবং এর উচ্চমূল্যবোধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
এবার হজের মূল খুতবা আরবিতে দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডঃ শেখ মাহের বিন হামাদ বিন মুহাম্মাদ বিন আল-মুআইকিলি।
ওয়েবসাইট, মানারাতে হারামাইন প্লাটফর্মের মাধ্যমে শোনা যাবে।
২০১৮ সালে সর্বপ্রথম বিশ্বের পাঁচটি আন্তর্জাতিক ভাষায় হজের খুতবার অনুবাদ প্রচার করা হয়। পরের বছর ১০টি ও ২০২২ সালে ১৪টি ভাষায় হজের খুতবার অনুবাদ করা হয়। ২০২৩ সালে তা বাড়িয়ে ২০টি ভাষায় করা হয়।
এ বছরই প্রথম হজের খুতবা অনুবাদের পরিধি বাড়িয়ে ৫০ ভাষা পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। ইয়া আল্লাহ পবিত্র হজ্জের পবিত্র ভূমির অছিলায় তুমি বিশ্ব মুসলিম উম্মাহ কে হেপাজত কর।