বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন একটি উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে নেতৃত্বে চরম রদবদল করা হচ্ছে। এতে দলের ভেতরে ব্যাপক অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র মতে, গত বৃহস্পতিবার থেকে বিএনপিতে রীতিমতো তছনছ চলছে। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগর এবং ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ ঢোকানো হয়েছে। ছাত্রদলের ২৬০ সদস্যের একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। সূত্র মারফত জানা গেছে, যুবদলের কমিটিও ভেঙে দেওয়া হবে।
এসব পদক্ষেপ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। একজন স্থায়ী কমিটি সদস্য বলেছেন, কমিটিতে রদবদলের নিয়মনীতি অনুসরণ করা হচ্ছে না। বরং এগুলো করা হচ্ছে স্বেচ্ছাচারীভাবে, যা গঠনতন্ত্রের লঙ্ঘন।
অন্যদিকে, তারেক রহমানের সমর্থকরা বলছেন, ৭ জানুয়ারির নির্বাচনে ব্যর্থতা এবং ২৮ অক্টোবরের পর থেকে বিএনপি আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা নিষ্ক্রিয় ছিলেন তাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলে তারেক রহমান এসব সিদ্ধান্ত নিচ্ছেন বলেও খবর পাওয়া গেছে।
বিএনপির অনেক সিনিয়র নেতাই মনে করছেন, এই পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে দলটির রাজনীতিতে লোকজনের আগ্রহ কমবে এবং দলটি ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তাই দলের ভেতরের এই উত্তাপ নিয়ে বিভিন্ন মহলে চিন্তা-শঙ্কা বিরাজ করছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news