বিপ্লব ইসলাম, লংগদু, রাংগামাটি
পার্বত্য জেলা রাঙমাটির লংগদুতে বজ্রপাতে রিনা বেগম (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ৩ টায় উপজেলার আটারক ছড়া ইউনিয়নের বসন্ত পাড়া এলাকায় ঝড়বৃষ্টির সময় ঘরে বজ্রপাত পড়লে ইব্রাহিম মিয়ার স্ত্রী রিনা বেগম (৩৫) সাথে সাথেই মৃত্যু বরন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়,রিনা বেগম সহ পরিবারের কয়েকজন সদস্য ঘরে বসে কথা বলছিলেন বাকিরা খাটে বসে ছিলো কিন্তু রিনা বেগম মাটিতে শুয়ে ছিলো, বজ্রপাত পড়লে সাথে সাথেই তার মৃত্যু হয় ঘরে থাকা অন্য কারো কোনো ক্ষতি হয়নি।
লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনর রশীদ বলেন,বিষয়টি আমরা শুনেছি ঘটনা সত্য এবং আমরা একটি অপমৃত্যু মামলা রুজু করছি।