ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও সাভারের চামড়া শিল্পনগরীতে পরিবেশ দূষণের আশঙ্কা প্রকট। কোরবানির চামড়া প্রক্রিয়াকরণের সময় উৎপন্ন হওয়া বিশাল পরিমাণ বর্জ্য যথাযথভাবে পরিশোধন না হওয়ায় পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে।
শিল্পনগরীটিতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (সিইটিপি) সঠিকভাবে কাজ করছে না। ফলে প্রচুর বর্জ্যমিশ্রিত পানি মিশ্রিত অবস্থায়ই ধলেশ্বরী নদীতে নিক্ষিপ্ত হচ্ছে। এতে নদীর পানি ও পরিবেশ দূষিত হচ্ছে। অন্যদিকে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টির পানিও শিল্পনগরীর রাস্তায় জমে আছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দূষিত পানি ও বাতাসের কারণে শ্রমিক ও আশপাশের মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। বিশেষ করে চর্মরোগ ছড়াচ্ছে। অর্থনীতিবিদ মাহফুজ কবির মনে করেন, পরিবেশবান্ধব না হওয়ায় এই শিল্পের বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার হারাচ্ছে বাংলাদেশ।
অন্যদিকে, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন দাবি করছে, বিসিক দূষণ নিরসনে পদক্ষেপ নিচ্ছে না। সংগঠনটির সহ-সভাপতি মিজানুর রহমানের মতে, একটি কেন্দ্রীয় সিইটিপি থাকলে এই দূষণ প্রতিরোধ করা সম্ভব হতো। নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকারকে এখন উদ্যোগ নিতে হবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news