ঈদুল আজহার আগমণীতে রাজধানীর বিভিন্ন গলি ও মোড়ে বসেছে অস্থায়ী ছাগলের হাট। পবিত্র ঈদ কোরবানির প্রস্তুতিতে এবার ছোট ব্যবসায়ীরা বেছে নিয়েছেন রাজধানীর গলি-পথগুলোকে। দূর-দূরান্ত থেকে এসে এই গলি-পথগুলোতে ঘাঁটি গেড়েছেন ছোট খামারি ও ব্যবসায়ীরা।
মোহাম্মদপুর, লালমাটিয়া ও ধানমন্ডি এলাকায় গত শনিবার থেকেই ছাগল কেনাবেচার চাঞ্চল্যকর চিত্র দেখা গেছে। মোহাম্মদপুরের কাজী নজরুল ইসলাম রোডের একটি গলিতে প্রায় ৫০টি ছাগল নিয়ে এসেছেন পাবনার বক্কর মিয়া। তিনি বলেন, “আমাদের মূল টার্গেট শেষ সময়ের ক্রেতারা, যারা গরু কিনে অল্প বাজেটেও ছাগল কোরবানি দিতে চান।”
লালমাটিয়ার রইছ উদ্দিন বলেন, “অনেকে হাটে যেতে চান না, তাই বাসার কাছ থেকে ছাগল কিনতে চান। তারাই আমাদের কাছে ছাগল কেনেন।” তিনি আরও বলেন, হাটের চেয়ে এখানে ভিড় কম থাকায় ক্রেতারা দেখে-শুনে কেনাকাটা করতে পারেন।
ধানমন্ডির ক্রেতা সেলিম রায়হান বলেন, “গরু কেনা হয়ে গেছে। বাসার সামনে থেকেই ছাগল কিনে নেব। এখানে ১৫ থেকে ৬০ হাজার টাকা দামের ছাগল পাওয়া যাচ্ছে।” অন্যদিকে মিল্টন বলেন, “ঈদের দিন সকালে কিনে নেব, তখন কিছুটা কম দামেই পাওয়া যাবে।”
এই অস্থায়ী ছাগলের হাটগুলোতে ক্রেতা-বিক্রেতা উভয়ের চাহিদা মেটাতে রাস্তায় বসেছে ছাগলের খাবারের ভ্যানও। রাজধানীর গলিতে বসে থাকা এই অস্থায়ী ছাগলের হাটগুলো নিশ্চয়ই ঈদের আনন্দ বাড়িয়ে তুলবে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য।