দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক ও জনপথ বিভাগ এবং কেসি পাইলট স্কুল ও কলেজের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ এবং ময়লা পানিতে খেলার মাঠ দূষিত হওয়া নিয়ে সংবাদ প্রচারের পর দৈনিক আমার সংবাদের ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি লোটাস আহম্মেদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
গত ১০ জুন 'ফুটবল খেলার মাঠ গিলে খাচ্ছে ব্যবসায়ীরা, খেলার অনুপযুক্ত হয়ে উঠছে মাঠ' শিরোনামে দৈনিক আমার সংবাদসহ স্থানীয় দৈনিক ও বেশ কিছু অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। এরপর গত শুক্রবার (১৪ জুন) রাতে ঘোড়াঘাট পৌর এলাকার বাসস্ট্যান্ডে অবস্থিত ঢাকা হোটেল এ- রেস্টুরেন্টে খাবার কিনতে গেলে হোটেল মালিকের ছেলে সন্ত্রাসী সজিব মাহমুদ (২৪) সাংবাদিক লোটাস আহম্মেদকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন।
সজিব মাহমুদ বলেন, "আমরা জায়গা দখল করে ব্যবসা করে খাচ্ছি তাতে তোর সমস্যা কি। কোন মাইকেলের সাহস নাই এখন থেকে আমাদের হোটেল উঠিয়ে দেওয়ার। কত জনকে মাইরা রাস্তায় ফেলায় দিচ্ছি। আর দু'একজনকে মারলে কিছুই হবে না।" এরপর তিনি লোটাস আহম্মেদকে একা পেলে পিটিয়ে হাত-পা ভাঙ্গার হুমকি দেন।
স্থানীয়দের মতে, সজিবের বাবা মোন্তাজ আলী ইতোপূর্বে মাদকের জমজমাট ব্যবসায় জড়িত ছিলেন এবং বিভিন্ন মাদক মামলায় দণ্ডিত হয়েছেন। অপরদিকে সজিব মাহমুদ বগুড়া শহরে পড়াশুনা করায় সরকারবিরোধী রাজনৈতিক দলের সাথে জড়িত রয়েছেন। তাদের পরিবারের সন্ত্রাসী বাহিনীর সাথে গোপন সখ্যতা থাকায় সাংবাদিক লোটাস আহম্মেদ নিজের এবং পরিবারের জীবন নিয়ে শঙ্কিত রয়েছেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, সংবাদ প্রচার ও প্রকাশকে কেন্দ্র করে কোনো সাংবাদিকের উপর হুমকি আসলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকের বিরুদ্ধে হুমকি প্রদানের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news