মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক বাংলাদেশি নারীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগে একটি অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বাংলাদেশি প্রবাসী দম্পতি মোহাম্মদ শিহাব ও তার স্ত্রী নুপুর সুলতানা। এ ঘটনায় চক্রের আরেক সদস্য মোহাম্মদ হৃদয় পলাতক রয়েছে।
অপহৃতা উম্মে রাইজার বোন জান্নাতুল নাঈমা জানান, শিহাবের নেতৃত্বে ওই চক্র উম্মে রাইজাকে টুরিস্ট ভিসায় মালয়েশিয়া এনে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে অপহরণ করে। পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে এক লাখ টাকা প্রদান করা হলেও শিহাব আরও চার লাখ টাকা দাবি করে। টাকা না দিলে উম্মে রাইজাকে অনত্র বিক্রি করার হুমকি দেয়।
জান্নাতুল নাঈমা বলেন, “চারদিন আটকে রেখে শিহাব ও তার সহযোগীরা উম্মে রাইজাকে শারীরিক নির্যাতন চালায়।” পরে জান্নাতুল নাঈমা বাদী হয়ে মামলা করলে পুলিশ ঘটনাস্থল থেকে শিহাব ও নুপুর সুলতানাকে গ্রেপ্তার করে।
জান্নাতুল নাঈমা আরও বলেন, “আমি আমার ও আমার বাচ্চার জীবন নিয়ে শঙ্কিত। পলাতক অবস্থায় হৃদয় আবারও আমাদের হুমকি দিচ্ছে। আমি এ বিষয়ে মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।”