বাংলাদেশও বর্তমানে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের প্রভাব রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, "গোটা বিশ্বের মতো বাংলাদেশও অর্থনৈতিক সংকটে রয়েছে। এটা নিয়ে লুকোচুরি করার কিছু নেই।" তিনি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক সমস্যার কারণে বাংলাদেশও যথেষ্ট চাপের মুখে পড়েছে।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ওবায়দুল কাদের মন্তব্য করেন, বিএনপির নেতাকর্মীরা এখন আন্দোলনের মানসিকতায় নেই। তাই দলটির নেতারা যে আন্দোলনের ইঙ্গিত দিচ্ছেন তাতে জনগণের পাশাপাশি তাদের নেতাকর্মীরাই নেই।
মিয়ানমার সংকটের প্রসঙ্গে তিনি বলেন, 'দেশটির অভ্যন্তরীণ সংকটের কারণে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, এটা দুঃখজনক।' এ বিষয়ে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, 'আমরা আক্রমণ করবো না কিন্তু আক্রান্ত হলে মিয়ানমারকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ।'
ঈদযাত্রা নিয়ে ওবায়দুল কাদের বলেন, এবার ঈদে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। কিছু কিছু জায়গায় যানজট হয়েছিলেও ব্যাপক যানজটের পরিস্থিতি তৈরি হয়নি। তবে তিনি বলেন, ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়নি যাত্রীদের।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news