ঈদুল আজহার উপলক্ষে গ্রাম-বাড়ি ফিরতে আজ শনিবারে বিশাল মানুষের ঢল নেমেছে রাজধানীর সড়ক, রেল ও নৌপথে। ছুটির শেষ দিনে গৃহমুখী মানুষের এই ঢল বৃদ্ধি পেয়েছে আরো। ফলে সারা দিন ধরে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও নৌপথে প্রবল যানজট দেখা গেছে।
বৃহস্পতিবার থেকেই ঢাকা ছাড়া শুরু করেছিলেন অনেকে। তবে আজ শনিবারে রাজধানী ছাড়ার আকাঙ্খায় প্রাণকেন্দ্রগুলোতে দেখা গেছে ভিড়ের চরম রূপ। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও গাজীপুরের চন্দ্রায় দীর্ঘ যানজট লক্ষ্য করা গেছে। এতে ঢাকা ছাড়ার পথে যানবাহনের গতি হয়েছে খুবই ধীর। ফলে অনেকে ট্রাক ও পিকআপেও উঠে বাড়ি ফিরতে দেখা গেছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনেও নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ছিল। তবে অতিরিক্ত যাত্রীর চাপে বেড়েছে প্ল্যাটফর্মের ভিড়। বহু যাত্রী বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষায় ছিলেন। রেলওয়ে কর্তৃপক্ষ এবার টিকিটবিহীন কাউকে স্টেশনে প্রবেশ করতে দেয়নি। তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়েই যাত্রীদের প্রবেশ করতে হয়েছে।
লঞ্চ ও বাস টার্মিনালগুলোতেও ভোর থেকেই ভিড় ছিল লক্ষণীয়। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আকাঙ্ক্ষায় বিশাল সংখ্যক নগরবাসী সকাল থেকেই শুরু করেছিলেন বাড়িপথ চলা।
ঈদযাত্রায় নিরাপত্তা বাহিনীরও বিশেষ নজরদারি ছিল চলমান। বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাবের টহল বাহিনী। রাজপথে কঠোর নিয়ম প্রয়োগের কারণেও বেশ কিছুটা যানজটের সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news