জোবায়ের সাকিব , ঢাকা
পবিত্র ইদুল আযহার ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যাচ্ছে শহরের মানুষ। শুক্রবার (১৪) জুন বিকাল তিনটায় গুলিস্তানের ফুলবাড়িয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে বাস কাউন্টারে মানুষের উপচে পড়া ভীড়। অনেক যাত্রী জানান পরিবহনের টিকিট পাওয়া যাচ্ছে না পরিবহনের টিকিট না পেয়ে অনেকে লোকাল বাসে করে গ্রামের বাড়িতে যেতে বাধ্য হচ্ছেন। পরিবহনের যাত্রী নূরুল ইসলাম নয়ন জানান- পাঁচ দিন আগে টিকিট কেটে রেখেছি গ্রামের বাড়িতে যাবো তার জন্য আমার টিকিট আগেই বুকিং ছিলো সময় মতো গাড়ি পাচ্ছি না এজন্য খারাপ লাগছে কাউন্টারে যোগাযোগ করেছি বলেছে জ্যামের কারনে গাড়ি আসতে দেরী হচ্ছে।
এই জ্যামের কারনেই আমাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে জ্যাম না থাকলে সময় মতো নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারতাম।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news