টাঙ্গাইলে মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে উত্তরবঙ্গগামী লেনের ১৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৪ জুন) ভোরে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর সকাল ৮টার দিকে মালবাহী ট্রাকটিকে সরিয়ে নেওয়া হলে যানবাহন ব্যাপক চাপ বাড়ে। এতে ধীরগতিতে চলছে যানবাহন। এমনিতেই গতকাল থেকে উত্তরবঙ্গগামী গাড়ির চাপ ছিল অনেক বেশি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোরে একটি মালবাহী ট্রাক সড়কে উল্টে যায়। এতে ট্রাকে থাকা মালের বস্তাগুলো সড়কে সড়িয়ে ছিটিয়ে পড়ে। ফলে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল উত্তরবঙ্গগামী লেনে। তবে সার্ভিস লেন চালু ছিল। ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news