ভোলার দক্ষিণ আইচায় রোমালে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছে USD Foundation Bangladesh ও স্বেচ্ছাসেবী ও মানবিক “টীম উষার আলো’’ নামের একটি সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে তারা বিভিন্ন সময়ে অস্বচ্ছল ব্যক্তিদের পাশে দাড়ানোর কাজ করে আসছে। এমতাবস্থায় গত ২৬ মে (রবিবার) দেশের উপকূলীয় অঞ্চল দীপ জেলা ভোলার দক্ষিণ আইচা (চরফ্যাশন) উপজেলায় ঘুণিঝড় রোমাল ধ্বংসযঞ্জ চালায়। এতে কয়েক হাজার পশু-পাখি ছাড়াও ৩ জনের প্রাণ কেড়ে নেয়। ঘূর্ণিঝড়ের পরপরেই ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ায় USD Foundation Bangladesh ও ‘‘টীম উষার আলো নামের এ সংগঠণ। তারা রেমাল পরবর্তী সময় ক্ষতিগ্রস্ত, অসহায় পরিবারের মাঝে, চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, মুড়ি, সাবান, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওই ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করেছে দক্ষিণ আইচা থানার মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন টীম ঊষার আলো। অতি দ্রুত সময়ে সর্ব মহলে প্রশংসা কুরিয়েছেন এ স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন টীম ঊষার আলো। সংগঠনের সভাপতি গিয়াসউদ্দিন সাগর, কাছে জানতে চাইলে তিনি জানান, টীম উষার আলোর পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি। ভবিষ্যতে যেন আমাদের টীম উষার আলো বরিশাল বিভাগের প্রত্যেকটি ক্ষতিগ্রস্থ এলাকায় ত্রাণ সামগ্রী পৌছে দিতে পারে এ জন্য গণমাধ্যমসহ সবার কাছে দোয়া কামনা করছি
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news