তামিম রায়হান, সুনামগঞ্জ
মুজিব পার্কে যুবক-যুবতীকে হয়রানি ও চাঁদা দাবি করা দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ
গত ১০/০৬/২০২৪ খ্রিঃ বিকাল ৫ ঘটিকায় সুনামগঞ্জ সদর মডেল থানাধীন সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুর মুজিব পার্কে ২ জন যুবক যুবতী বসে গল্প করছিলেন। এমন সময় আপ্তাব উদ্দিন (৩২), পিতা- আজিজুর রহমান, সাং- জলিলপুর, আকাশ দাস (২০), পিতা- কৃষ্ণ দাস, মোঃ শফিকুল ইসলাম শরীফ (২০), পিতা- মোঃ আমির হোসেন, উভয় সাং- হিন্দু হাটি, বৈঠাখালী খেয়াঘাট, মল্লিকপুর, সহ অজ্ঞাতনামা ২/৩ জন সহ মোবাইল ফোন দিয়ে পিছন থেকে যুবক যুবতী র ভিডিও করতে থাকে এবং কাছে গিয়ে যুবক এর গেঞ্জি ধরে টানতে থাকে এবং অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। আপ্তাব উদ্দিন নিজেকে অনলাইন সাংবাদিক পরিচয় দিয়ে তার সহযোগী অন্যান্যদের নিয়ে যুবককে চড় থাপ্পর মারতে থাকে। আসামিরা যুবতীর সাথে অশালীন আচরণ করতে থাকে। আসামিরা তাদের ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাইয়া ২,০০০/- (দুই হাজার) টাকা চাঁদা দাবী করে। ভিকটিমের কাছে কোন টাকা পয়সা না থাকায় আসামিরা মোবাইল নাম্বারে বিকাশের মাধ্যমে টাকা প্রেরণের শর্তে যুবক যুবতীকে চড় থাপ্পর মেরে ছেড়ে দেয়। ঘটনাটি আপ্তাব উদ্দিনের সহযোগী অপর এক অজ্ঞাত বিবাদী মোবাইলে ভিডিও করে ধারন করে।
ঘটনার পরের দিন অর্থাৎ গত ১১/০৬/২০২৪ খ্রিঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে উক্ত ভিডিওটি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিগোচর হলে ঘটনার ভিকটিমকে শনাক্ত করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে বর্নিত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়। পরবর্তীতে ভিকটিম উক্ত ঘটনার বিষয়ে নিজে বাদী হয়ে ১। আপ্তাব উদ্দিন (৩২), পিতা- আজিজুর রহমান, সাং- জলিলপুর, ২। আকাশ দাস (২০), পিতা- কৃষ্ণ দাস, ৩। মোঃ শফিকুল ইসলাম শরীফ (২০), পিতা- মোঃ আমির হোসেন, উভয় সাং- হিন্দু হাটি, বৈঠাখালী খেয়াঘাট, মল্লিকপুর, ৮নং ওয়ার্ড, সুনামগঞ্জ পৌরসভা, সর্ব থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে বিবাদী করে থানায় এজাহার দায়ের করলে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করা হয়। মামলার রুজুর ২৪ ঘণ্টার মধ্যে মামলার এজাহার নামীয় ১, ২ ও ৩নং বিবাদী যথা ১। আপ্তাব উদ্দিন, ২। আকাশ দাস, ৩। মোঃ শফিকুল ইসলাম শরীফ দেরকে পুলিশ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীদেরকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news