পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দী গ্রামে বিয়ের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে নিলিমা সিকারী (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৭-৮ দিন আগে নিহত নিলিমার স্বামী সুনীল সিকারীকে তাদের নাতনির বিয়ের দাওয়াত না দেয়ার কারণ জানতে চায় পাশের বাড়ির রনজিত রায়। তখন দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর মঙ্গলবার সকালে রায় পরিবারের কয়েকজন সিকারী বাড়িতে এসে মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় রায় পরিবারের লোকজন লাঠি দিয়ে নিলিমাকে গুরুতর আঘাত করে।
নিহতের ছেলে সুমিত সিকারী জানান, বিয়ের দাওয়াত নিয়ে আগেও তাদের মধ্যে বচসা হয়েছিল। সকালে ১০-১২ জন লোক এসে হঠাৎ তাদের পরিবারের ওপর আক্রমণ চালায় এবং এসময় তার মা আহত হন। পরে হাসপাতালে নেয়া হলেও তার মা মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, বিয়ের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে সকালে সিকারী ও রায় পরিবারের মধ্যে মারামারি হয়। এতে নিলিমা সিকারী গুরুতর আহত হন এবং পরে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে দাবি করছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news