উপজেলা প্রতিনিধি, কলাপাড়া, পটুয়াখালী
পটুয়াখালীর কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদের অপসারণের দাবিতে স্থানীয়রা ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে থানার সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হন তারা। সেখানে বক্তব্য রাখেন শাহীনা পারভীন সীমা, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল ইসলাম লিটন ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া।
এর আগে রোববার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত থানার সামনে অবস্থান করেন স্থানীয় নারী-পুরুষ। তাদের অভিযোগ, একজন আসামীকে গ্রেফতার করার পর ওসি আলী আহম্মদের বিরুদ্ধে প্রতিবাদ করলে তিনি অশ্রাব্য ও অশোভন আচরণ করেছেন।
অন্যদিকে ওসি আলী আহম্মদ বলেন, শাহিনা পারভীন সীমার নেতৃত্বে উত্তেজিত লোকজন থানা ঘেরাওয়ের চেষ্টা করে। পুলিশ মোকাবিলা করে আসামীকে আদালতে পাঠায়। এ নিয়ে বিতর্ক হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দফায় দফায় আসামী গ্রেফতারের বিষয়টি নিয়ে বহু আগেই ওসির সাথে বিরোধ দেখা দিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।