১০জুন(সোমবার) বরগুনা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেছেন সদ্য বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃরেজবি-উল-কবির জমাদ্দার।এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন গত ৫ জুন,২০২৪ রোজ বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে তালতলী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে অনেকগুলো ভোট কেন্দ্রে অনিয়ম ও হয়েছে যেমন আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া জাল ভোট দেওয়া সহ অনেক অনেক করা হয়েছে যে সকল কেন্দ্রে অনিয়ম হয়েছে সে কেন্দ্রগুলো হচ্ছে ১/৩নং পচাকোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,২/ ৩২ নং সকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়,৩/ ৩০ নং কবিরাজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,৪/ ২৭ নং নলবুনিয়া আগাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ৫/ ২৯ নং নলবুনিয়া সাইক্লোন সেন্টার, ৬/ ৮নং তালতলী সরকারি কলেজে,৭/ ৬নং গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,৮/ ১০ নং জাকির তবক দাখিল মাদ্রাসা, ৯/৭নং চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অনেক কেন্দ্রে।
উক্ত নির্বাচনে আমাকে ১৯৯১ ভোটের ব্যবধানে মোঃ মনিরুজ্জামান মিন্টু কে (আনারস প্রতীক) এর কাছে সুর কৌশলে হারিয়ে দেওয়া হয়েছে।অন্য দিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই আমার নেতাকর্মীদের উপর হামলা, ঘর/ বাড়ি ভাংচুর ও লুটপাট করে মনিরুজ্জামান মিন্টুর নেতা কর্মীরা। এরই মধ্যে উল্লেখযোগ্য রুহুল আমিন, ফারুক হাং,হাসান সোহেল রানা,লাভলী বেগম,ফরিদা বেগম,শামিম ফকির,প্রিন্স, বশির আলম, মনির মাষ্টার সহ এরকম শত শত নেতাকর্মীদেনর মারধর সহ একাধিক ঘর বাড়ি ভাংচুর করে। এমনকি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কে মারধর করে মনিরুজ্জামান মিন্টুর বাসায় বসে তার সামনেই জসিম মেম্বার।
বরগুনা প্রেসক্লাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ভুক্তভোগী বাবুল,বশির আলম,চুন্নু মাষ্টার, লাভলী,আয়নাল সহ অনেকে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news