মোঃ মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার, সুনামগঞ্জ
সারাদেশে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪।
এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক।’ শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা।
দোয়ারাবাজার (৮ জুন) শনিবার,সকাল ১১ টায় দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিসে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। কোন নগদ লেনদেন ছাড়াই সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সেবা নিশ্চিতে ৮ জুন থেকে ভূমিসেবা সপ্তাহ ১৪ জুন পর্যন্ত চলবে।
এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা ভূমি অফিসের সংলগ্ন মুক্তিযোদ্ধা কর্ণার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন। এসময় ছিলেন মোঃ শাহীনুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা।ফরিদ উদ্দিন, উপজেলা জোনাল সেটেলমেন্ট অফিসার। দিগেশ চন্দ্র দাস,প্রধান সহকারী,উপজেলা ভূমি অফিস। মাহফুজুর রহমান নাজির-কাম ক্যাশিয়ার,উপজেলা ভূমি অফিস।
প্রসেনজিৎ দাস,সার্টিফিকেট পেশকার,উপজেলা ভূমি অফিস। মোঃ শিব্বীর আহমেদ,ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা লক্ষীপুর ইউপি।মোঃ মহসিন আলী, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা,মঙ্গলপুর ইউপি। রবিন আহমেদ কম্পিউটার অপারেটর, উপজেলা ভূমি অফিস।
ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের সংলগ্ন মুক্তিযোদ্ধা কর্ণার কক্ষে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বস্তরের ভূমি সেবা প্রত্যাশিরা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, জলমহলের আবেদ, ভূমি বিষয়ক অভিযোগসহ সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন। উপজেলা ব্যাপী স্থাপিত ৪টি সেবা সহায়তা বুথে সপ্তাহব্যাপী ভূমিসেবা প্রদান করা হবে। এছাড়াও অনলাইনে ভূমিসেবা পেতে ব্রাউজ করা যাবে land.gov.bd এই ওয়েবসাইট। ফোনে সেবা পেতে কল করতে হবে 16122 এই নাম্বরে।
উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু বলেন, হয়রানিমুক্তভাবে ইউনিয়ন ভূমি অফিস থেকে স্বচ্ছন্দে সেবা নিতে পারছেন। আমরা আশা করছি সময়ের ব্যবধানে স্ব-শরীরে উপস্থিত না হয়েও অনলাইনের মাধ্যমে সরকারি যে কোন সেবা গ্রহণ করতে পারবেন। এতে করে সময় সাশ্রয়সহ সাধারণ নাগরিকদের অর্থ ব্যয়ও অনেক কমে আসবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news