এম জসিনুর রহমান, জলঢাকা, নিলফামারী
মাননীয় পুলিশ সুপার নীলফামারী জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা মহোদয়ের দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার একটি চৌকস অভিযান টিম জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে জলঢাকা পৌরসভাধীন বঙ্গবন্ধু চত্বর হইতে অনুমান ৭৫ গজ দক্ষিণে ঢাকা হাজী বিরিয়ানি হাউজের সামনে জলঢাকা হইতে রংপুরগামী পাকা রাস্তার উপর অদ্য ০৮/০৬/২০২৪ তারিখ রাত্রী ০০.৪৫ মিনিটে আসামী ১। মোঃ হুমায়ুন (৩৮) পিতা মৃত তানজের আলী আসামী ২। মোছাঃ আর্নিকা আক্তার (২৫) স্বামী মোঃ হুমায়ুন পিতা মোঃ আমিনুল ইসলাম উভয়ের গ্রাম- কানুদাস কারী থানা- রাজাপুর জেলা-ঝালকাঠী এপি সাং- উত্তর হাড়োয়া ৩নং ওয়ার্ড থানা ও জেলা - নীলফামারী দ্বয়ের হেফাজত হইতে ০১ (একটি) সাদা রংয়ের নোয়া মাইক্রোবাসের ভেতরে বিশেষ কায়দায় কালো ব্যাগের মধ্যে প্লাস্টিক দ্বারা মোড়ানো ১ কেজি করে মোট ১৭ টি টোপলায় ১৭ কেজি গাঁজা মাইক্রোবাসে বহন করার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত মাদক দ্রব্যের মূল্য অনুমান ১,৭০০০০/- (এক লক্ষ সত্তোর হাজার) টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-১৬ তারিখ ০৮/৬/২৪ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(গ)/৪১ রুজু করা হয়। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news