মোঃ শিফাত মাহমুদ ফাহিম, আত্রাই, নওগাঁ
নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুয়ারা বেগম এর বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠে এসেছে। তথ্য অনুসন্ধানে গিয়ে উঠে আসে ভয়ংকর সব দুর্নীতির চিত্র। মনজুয়ারা বেগম ২০০০ সালে প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।
যোগদানের পর থেকেই তিনি অর্থের লোভ সামলাইতে না পেরে হয়ে উঠেন বেপরোয়া। সরকারি বরাদ্দের অনুদান লুটপাট, শিক্ষার্থীর উপবৃত্তি প্রদানে নয়ছয় ,সহকর্মীদের সাথে অপেশাদারিত্ব আচরণ, শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণসহ নিজের আত্মীয় স্বজনদের মধ্যে ম্যানেজিং কমিটির সভাপতি বানানো ইত্যাদি।
তিনি সভাপতিদের স্বাক্ষর জালিয়াতি সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন দীর্ঘ ২৪ বছর ধরে। শুধু তাই নয়, তথ্য সূত্রে ও অনুসন্ধানে জানা যায়, তিনি ৩২ বছর বয়সে চাকরিতে যোগদান করেন।গঠনতন্ত্র মোতাবেক তার শিক্ষাগত যোগ্যতার সনদে একটিতে দ্বিতীয় বিভাগ বাধ্যতামূলক থাকলেও তার বিএসএস পর্যন্ত সবগুলো সনদেই তৃতীয় বিভাগ।যা প্রধান শিক্ষক নিয়োগ নীতিমালা বহির্ভূত।
এলাকাবাসী ও ম্যানেজিং কমিটির অভিযোগ এই প্রধান শিক্ষিকার অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার জন্য আমরা আমাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাই। তাকে বারবার সাবধান করলেও কারো কথার তোয়াক্কা তিনি করেন না। তার স্বামী হাইস্কুল শিক্ষক মোঃ নুরুল আমিন কে দিয়ে বিভিন্নজনকে হুমকি ধমকি দিয়ে থাকেন।
বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত সহকারি শিক্ষা অফিসার মোঃ তারিক ইকবাল এর সাথে কথা বলা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা খুবই লজ্জিত এবং তাকে বারবার সংশোধন হওয়ার তাগিদ দেয়া হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাযহারুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আমরা প্রশাসনিক ভাব ব্যবস্থা গ্রহণ করবো।
পরিশেষে এলাকাবাসীর দাবি, শিক্ষাগুরু যদি এমন দুর্নীতিবাজ হয় তাহলে আমাদের সন্তানরা কি শিখবে? বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news