ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আজ সকাল ১০টায় কোটা বাতিল ও চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫এর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তরা বলেন, কোটা বাতিল করতে হবে এবং দ্রুত চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপন জারি করতে হবে।
আন্দোলনের মুখপাত্র শরিফুল ইসলাম শুভ বলেন, কোটা বাতিল ও চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫করা দাবী দুটিই যৌক্তিক।৷ এটি সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবী। কারণ বয়সসীমা বৃদ্ধি ও কোটা বাতিল একটি অন্যটির পরিপূরক। বয়সসীমা বৃদ্ধিও দরকার আবার কোটাও বাতিল দরকার। তাহলেই শিক্ষার্থীরা প্রকৃত অর্থে উপকৃত হবে এবং তিরিশের কারাগার থেকে মুক্তি পাবে।
মানববন্ধন থেকে আগামী রবিবার পর্যন্ত দাবি দুটি বাস্তবায়নের জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে। এছাড়া আগামী ৮জুন, শনিবার সকাল ১০টায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news