মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় শরিফাবাদ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন। পরিদর্শন শেষে শিক্ষা প্রতিষ্ঠানটির বিষয়ে শিক্ষা কর্মকর্তাগণ সন্তোষজনক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৬জুন) দুপুর ১২টায় শরিফাবাদ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
উপজেলার ঘারুয়া ইউনিয়নে অবস্থিত শরিফাবাদ হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত প্রাক-নির্বাচনী পরীক্ষা ও নতুন কারিকুলাম বিস্তরণ বাস্তবায়ন বিষয়ে শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেন ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. শাখাওয়াত বিশ্বাস,
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহলাদ বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক সুবোধ মালো সহ অন্যান্য শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ।
এবিষয়ে ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন এ প্রতিনিধিকে জানান, ‘প্রতিষ্ঠানটির পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি খুব সন্তোষজনক। নতুন কারিকুলাম বাস্তবায়নে শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী আন্তরিক রয়েছেন।”