মোঃ মাসুদ রানা সোহাগ, সুনামগঞ্জ
সুনামগঞ্জের১২ টি উপজেলার মধ্যে একটি দোয়ারাবাজার উপজেলা। ২০২৩ সালের আগষ্ট মাসে সহকারী কমিশনার হিসেবে দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিসে যোগদান করেন ফজলে রাব্বানী চৌধুরী। তিনি ৩৭তম বিসিএস প্রশাসন কর্মকর্তা থেকে প্রথম কর্মকাল শুরু হয় ২০১৯ সালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ভূমি হিসেবে।তারপর সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরবর্তী ২০২৩ সালের আগষ্ট থেকে ২০২৪ সালের ৫ জুন পযন্ত দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার ( ভূমি) হিসাবে ছিলেন।ফজলে রাব্বানী চৌধুরী সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কৃতি সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রেজুয়েশন কমপ্লিট করেন।
যদিও লোক মুখে শুনা যায়,ভূমি অফিস মানেই ভোগান্তি। ভোগান্তি ছাড়া ভূমি অফিসে কোনো কাজ হয় না।তবে জনসাধারণের সেই ধারণা পাল্টে দিয়েছেন দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ফজলে রাব্বানী চৌধুরী। এ ভূমি অফিসে সেবা নিতে আসা লোকজন এখন ভোগান্তি ছাড়াই সেবা পেয়েছেন। সহকারী কমিশনার ফজলে রাব্বানী'র আচরণ পাল্টেছে ভূমি অফিস। এতে আগের তুলনায় ভূমি সেবার মানও বেড়েছে।সহজেই মানুষকে সেবা দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিসের ফজলে রাব্বানী চৌধুরী।বেশিরভাগ সময় দোয়ারাবাজার উপজেলার মানুষ কে কাঙ্ক্ষিত সেবার সঙ্গে নজর দিয়েছেন মাদক, জুয়া, চোরাচালান,আধিপত্যবিস্তার নিয়ে সংঘাতের আশষ্কা,ইভটিজিং, বাল্যবিবাহসহ নানা অপরাধ মূলক কর্মকান্ড দমনে নিয়মিত আইন অনুযায়ী পদক্ষেপ পরিচালনা করে আসছেন।
ফজলে রাব্বানী'র যোগদানের প্রায় কয়েক মাসের মধ্যেই সৃজনশীল ও যুগোপযোগী পরিকল্পনার ফলে দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিস হয়ে উঠেছে এ উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের আস্থার ঠিকানা। কমেছে চুরি,ইভটিজিং,মাদক ও জুয়াসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news