গোপাল হালদার, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় 'রেমাল' এর প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইনের সংযোগ দেয়ার সময় পল্লী বিদ্যুতের লাইন ক্রু (লেভেল-১) মোহাম্মদ হাসনাইন (২২) বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহতের ঘটনায় তার সহকর্মীদের আন্দোলনের সময় বেড়েছে আরো একদিন।
সোমবার (০৩জুন) উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরনিমদী এলাকায় একটি বাড়ির বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় দুর্ঘটনায় হাসনাইনের মৃত্যু হয়।
এদিকে মৃত্যুর পরে এ দুর্ঘটনাতে অফিস কর্মকর্তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের লাইন ক্রু'রা। এ ঘটনায় আজ একদিনের কর্মবিরতী ঘোষণা দিয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নিহতের সহকর্মীরা। এই আন্দোলনে বিভিন্ন জোনাল অফিসের দেড় শতাধিক চুক্তিভিত্তিক লাইন ক্রু (লেভেল-১) অংশগ্রহণ করে।
নিহত মোহাম্মদ হাসনাইন ভোলা জেলার দৌলতখান উপজেলার চালিতাতলী গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে। তিনি প্রায় ১৫ মাস আগে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের জুনিয়র লাইন ক্রু (লেভেল-১) হিসেবে যোগদান করে একই পদে কাজ করছিলেন।
আন্দোলনকারী'রা জানান, নিয়মানুযায়ী বিদ্যুৎ লাইনের সংযোগ কাজ করার সময় একজন সিনিয়র টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার অথবা সিনিয়র লাইন ক্রু'র তত্ত্বাবধানে জুনিয়র লাইন ক্রু লেভেল-১ কাজ করবে। কিন্তু সবক্ষেত্রে সিনিয়র সহকর্মী ছাড়াই কাজ করতে বাধ্য করা হয় তাদের। চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ায় প্রেসার দিয়ে অতিরিক্ত কাজ করালেও চাকরি হারানোর ভয়ে তার নিশ্চুপ থাকে। অফিস কর্মকর্তাদের চাপে অভিজ্ঞ সিনিয়র লাইন ক্রু ছাড়া সংযোগ কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছে তাদের ১৮ জন সহকর্মী।
সবশেষ গত ০৩ জুন সোমবার প্রাণ হারালো সহকর্মী হাসনাইন। এ ঘটনায় তদন্ত করে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তাদের দিয়ে অতিরিক্ত কাজ করানো বন্ধ করাসহ জীবনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের দাবীও জানান আন্দোলনকারী'রা।
আন্দোলনের বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির পটুয়াখালীর জেনারেল ম্যানেজার তুষার কান্তি মণ্ডলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠালেও তিনি যোগাযোগ করেননি। পরবর্তীতে মুঠোফোনে বলেন এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর বেশি কিছু বলা বা ভিডিও বার্তা এই মুহুর্তে দেওয়া সম্ভব নয়।
উল্লেখ্য, ২০১৫ সালে সর্বশেষ লাইন ক্রু লেভেল-১ নিয়োগ দিয়েছে পল্লী বিদ্যুৎ। ২০১৯ সাল থেকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আসছে সংস্থাটি।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news